১৮৭ বার পড়া হয়েছে
আমি নদী
[মুনা চৌধুরী]
অবিরাম অন্তহীন পরাবর্ত বাস্তবতার হৃদী
আমি ঝিনুক
যোনিপথে গোলাপি আভা মুক্তো চকচক
আমি ঢেউ
যুগল স্তন জ্যোৎস্নায় পাতানো বউ
আমি ভাষা আর সংস্কৃতি
আমি অভিরুচি আর অনুভূতি
আমি হাটখোলা
আর আলোয়, অন্ধকার জানালা
আমি কি কবি?
সুদে আসলে নকলে আমি সবি
দৃশ্যগুলো শব্দ হয়ে যায় ছন্দ বিন্যাসে
গদ্য কখনো দুপুরে কিংবা পদ্যের পুকুরে
নাহ্, আমি ছবি
তাই একের পর এক আঁকা থাকি বাতিল ক্যানভাসে।
সকাল ১০ টা বেজে ৮ মিনিট,
১৮/৫/২২
ধানমন্ডি ৭, গোধূলির বিপরীতে বলাকা দুই
৩ নং বদ্ধ কক্ষে শুয়ে-বসে সমস্ত মানবীর গোপন মিল খুঁজে পাই।
১ Comment
congratulations