১৯৫ বার পড়া হয়েছে
উত্তাল ঢেউয়ে সাগর কুল ভেসে নেয়
আর আমি চুপচাপ বসে তার কথা শুনি,
নিরবতাকে ছুঁয়ে দি তার কুল ঘেঁষে
ম্যাপ ধরে দেখে নি তারও কত কান্না আছে
বিষন্নতার মাঝে।
ইচ্ছে করে শতবার এই সাগর স্রোতে
নিজেকেই ভাসিয়ে নি,
তার স্রোত ধারায় ভেসে যাই যত দূর তার গতি,
শত ক্ষুদ্র ক্ষুদ্র অসময় নিরবতা আর নিঃসঙ্গতাকে
ছড়িয়ে দিয়েই
খতিয়ে নি নিজের শত বছরের ক্ষতিপূরণ!
অপূর্ণতাকে ভেদ করে তার জলোচ্ছ্বাসের হিম হাওয়ায়
আজ একাকিত্বটাকে মানিয়ে নি!
নিতেই হবে আজ এক বুক সমুদ্র তোমাকেও
এই শূন্যতায় আজ যে তুমি বড্ড প্রিয়।
কামরুন্নাহার বর্ষা
গ্রাম:হিয়াজোড়া, উপজেলা:নাঙ্গলকোট
জেলা:কুমিল্লা ।
১ Comment
congratulations