২৩৮ বার পড়া হয়েছে
আমার পৃথিবীর ছবি
(ড. পিনাকী বসু)
আর কিছুদিন পরেই,
একটা নতুন পৃথিবীর ছবি আঁকব।
যেখানে সবুজ টিয়ারঙের ‘লালপাতা’ হবে-
ছবিটায় পৃথিবীর একটা ঘর থাকবে ,
একটা মুখের পাশে থাকবে,
আরও কিছু রেখামুখ।
অবুঝ মনের কাজল গন্ধেরা,
অগোছালো ডাকনামটা ছুঁয়ে যাবে।
অনেক পাতার আড়াল সরিয়ে,
যেমন,বিশল্যকরণী চিনে নিতে হয়,
তেমনই, ছবিটা দেখলেই মনে পড়বে,
বাঁশিটায় একপুরু ধূলো জমেছে,
-কতদিন হাত পড়েনি।
কেউ ছুঁলেই বাঁশিটা শরীর হবে।
ছবিটার কোন নাম দেবো না,
ছবিটা, নিজেই ভালোবাসার গল্প বলবে।।
১ Comment
Congratulations