২২০ বার পড়া হয়েছে
আমার দেশ
(এম নুরুজ্জামান বাচ্চু)
১৮/৬/২২ ইং
আমার দেশ সোনার দেশ,সোনা ভরা;
ফসলেতে মুখরিত ভালোবাসা গড়া।
ফুলে ফলে লিলায়িত শস্য মনকারা!
মেঘদূতের বাদলে সুরভিতে তারা।
অহমিকা নেই মনে শ্রাবণের ধারা;
অধীর আগ্রহে সিক্ত ভূমিতে প্রাণীরা।
ব্যস্ত ব্যাকুলতা পথে গতিময় নড়া;
অসহায় হয়ে যায় ঝড়ময় মরা!
চির সবুজ অম্লান তুমি বাংলাদেশ ;
মাঠে ঘাটে কলরব বাউলের বেশ।
ফুলে ফলে ভরা শস্যে-সৃজন স্বদেশ;
আগমনী বার্তা নিয়ে সোনালী আবেশ।
পুষ্প কাননে হিমেল নয়নে আদেশ;
কড়ানাড়ে মনোরমা পল্লব নির্দেশ।
১ Comment
congratulations