১৯০ বার পড়া হয়েছে
আমাদের ভালোবাসা
[তাহমিনা সিদ্দিকা]
প্রিয় ব্যথার রঙ নীল,
আমি কখনো চাইনা নীলে নীল হোক আমাদের প্রেম।
আমি চাই তোমার হাসিতে ঝরে পড়ুক যেন সবেদ সাদা পদ্মফুল,
তোমার ডাকে যেন জ্যোৎস্না নেমে আসুক আমার এ হলুদ হৃদয়ে,
আমি অনেকবার তোমায় নিয়ে ভাবতে গিয়েও ভাবা হয়নি,আমি তোমাকে ভাবতে চাই না,
আমি চাই আমার সমস্ত অনুভূতিতে তোমাকে একান্ত করে রাখতে।
আমাদের ভালোবাসা হোক ঠিক আমাদের কল্পনার রূপালি জ্যোৎস্নার মায়াবী চাঁদের মতো।
প্রিয়, তোমার রঙিন ভালোবাসায় প্রাণ ফিরে পাক গোলাপি রঙটাও,
তাই আজ কল্পনার সমস্ত অনুভূতিগুলো দিয়ে আজ রঙিন স্বপ্ন সাজাই,
তুমি তোমার রঙে রাঙিয়ে রেখো আমাদের এই গোলাপি ভালোবাসা।
১ Comment
congratulations