২৪০ বার পড়া হয়েছে
ছানাপোনা
আজিজুন নাহার আঁখি
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ডোবায় ডাকে ব্যাঙ,
কুকুর ছানা দৌঁড়ে পালায়
উঁচিয়ে দুই ঠ্যাং।
কদম ফোটে বর্ষাকালে
ঝিলে ফোটে পদ্ম,
শিয়াল পণ্ডিত ধ্যান ধরেছে
লিখবে সে আজ গদ্য।
হুলো বিড়াল ঘাপটি মেরে
বসে আছে দেয়ালে
ইঁদুরগুলো ধরবে সে
আছে সেই খেয়ালে।
#আজিজুন_নাহার_আঁখি
মানিকগঞ্জ।
১ Comment
very good; Congratulations.