২৪৩ বার পড়া হয়েছে
খুকুমনি
আজিজুন নাহার আঁখি
আম পাকে জাম পাকে
পাকে কলা লিচু,
খুকুমণি রাগ করেছে
খায় না সে কিছু।
চাই তার লাল জামা
চাই লাল ফিতে,
সব কিছু না পেয়ে
চায় না সে খেতে।
মা বলে সব দিব
রাগে না মামণি,
খুকু বলে বাবাকে
এনে দাও এক্ষুনি।
বাবা যাবে হাটেতে
জামা ফিতে আনতে,
তাই দেখে খুকুমণি
সাথে চায় যেতে।
টুকটুকে লাল রঙে
খুকুমণি সাজছে,
খুশিতে সে চারদিকে
ঘুরে ঘুরে নাচছে।