সালমা ডলি বাংলা সাহিত্য জগতে বেশ সুপরিচিত একজন কবি, লেখক আবৃত্তি শিল্পী ও কণ্ঠশিল্পী। পিতা- মো. সুরুজ্জামাল, মাতা- মোর্শেদা জামাল।
জন্ম:
শীতের এক ঝলমলে দুপুরে ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
শিক্ষাগত যোগ্যতা:
এম এ (দর্শন বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়।
পারিবারিক অনুপ্রেরণায় বালিকা বয়স থেকে লেখালেখি এবং গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সাথে জড়িত।
২০০৫ সাল থেকে বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার প্রবন্ধ, ছোটগল্প ও কবিতা প্রকাশিত হতে থাকে।
২০১৯ সালে একুশে বইমেলায় তার প্রথম একক কবিতা গ্রন্থ “সিন্ধুপ্রেমের কাব্য” প্রকাশিত হয়।
“জল জোছনায় বসবাস” তার একক গল্পগ্রন্থ ২০২০ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়।
২০২২ সালে একুশে বইমেলায় তার দ্বিতীয় কবিতা গ্রন্থ “আরশিতে খুঁজি অচেনা মুখ”প্রকাশিত হয়।
এছাড়াও ৩০টি যৌথ কবিতা গ্রন্থ এবং ১টি যৌথ ছোটগল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে, ৩ টি সম্পাদিত গ্রন্থ রয়েছে।
সম্প্রতি তিনি তার ছোটগল্প গ্রন্থ “জল জোছনায় বসবাস” এর জন্য রূপান্তর রৌদ্রছায়া সাহিত্য সম্মাননায় ভূষিত হন। ২০২২ এ আবাবীল থেকে কবি ফররুখ সম্মাননা পান, কবি জসীমউদ্দিন সম্মাননা পান এ ছাড়াও পার্বত্য কাব্যসহ বিভিন্ন সাহিত্য গ্রুপ থেকে সাহিত্যে অবদানের জন্য বিশেষ সম্মাননা পান।
বর্তমানে তিনি নারায়নগঞ্জ আদর্শ গালস্ স্কুল এন্ড কলেজে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।
দুই আত্মজ সৈয়দ আবরার সাবাব ও সৈয়দ আহনাফ সারারকে নিয়ে তার আপনভুবন।

