২৯২ বার পড়া হয়েছে
আগুন
[আরেফিন শিমুল]
আগুন তুমি ফাগুন রঙা
পোড়াও গিয়ে বন
কেন তুমি গিলে খাচ্ছ
নিরীহ মানুষ জন?
দোহাই তোমার ক্ষান্ত হও
জীভটা খাটো করো
আর বেড়ো না আর এসো না
লাগাম টেনে ধরো।
আগুন তুমি হতচ্ছাড়া
কোন দয়া মায়া নেই
সবার বুকে জ্বলছ তুমি
নেচে বেড়াও ধেই ধেই।
১০ জুন ২০২২
কুমিল্লা।
১ Comment
congratulations