কলকাতার রবীন্দ্র সদনে সাতক্ষীরার কৃতি সন্তান অ্যাডভোকেট শিমুল পারভীনের সব্যসাচী পুরস্কার প্রাপ্তি
গত সোমবার ২৪ মার্চ কলকাতার রবীন্দ্র সদনে দোলন চাঁপা নজরুল ফাউন্ডেশান কবিতীর্থ চুরুলিয়া আয়োজিত সব্যসাচি পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতায় বিশেষ অবদানের জন্য কবি ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট শিমুল পারভীনকে এই সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে পদক প্রাপ্তিতে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন এই প্রাপ্তিকে প্রলম্বিত করে তিনি তার জীবনের সাথে যোগ করে নিলেন এবং কবি হিসেবে তার দায়িত্ব আরও বেড়ে গেল।
অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি শিমুল পারভীন যা সকলের কাছে প্রশংসিত হয়। এ যাবত কবিতা, গল্প, উপন্যাস, শিশুতোষ, পাঠ্য, ভ্রমণকাহিনিসহ শিমুল পারভীনের ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বইয়ের সংখ্যা ৫৭। কানায় কানায় পরিপূর্ণ রবীন্দ্রসদনের এই অনুষ্ঠানে কলকাতার গুনী আবৃত্তি শিল্পী ও সংগীতশিল্পীরা তাদের পরিবেশনায় মুখরিত করে রাখেন। নজরুল ফাউন্ডেশন চুরুলিয়ার সাধারণ সম্পাদক সোনালী কাজীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠান সফল ও সার্থক হয়ে ওঠে।
এর আগে গত ২২ মার্চ কবি শিমুল পারভীন বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫ পদক পান বাংলাদেশের বিশ্ব সাহিত্য কেন্দ্রে। এই কৃতি লেখক ও আবৃত্তিশিল্পীর লেখক জীবনের আমরা উত্তরোত্তর সফলতা কামনা করি।