১৬৮ বার পড়া হয়েছে
অহর্নিশ
।।জাহানারা বুলা।।
মধ্য রাতের অশ্বারোহী
ছুটে চলে অনন্ত এক অন্ধকার পথে
দিক শূন্য বালিকার কান্নায় অকূল পাথার হয় ভূমি
কেবল ক্ষুরের শব্দ শুনে চকিত চাহনি
পথের ঠিকানা হারিয়েছে দুরন্তপনায়।
সুখের আতিশয্যে দিনের দরজায় ঝুলে রুপোর চাবি
রাত্রিকে আরো স্তম্ভিত করে শেয়ালের ডাক-
কবরে মৃত দেহটির উল্লম্ফন ভাবে খাবলে খাবে তাকে
আঁধারের ভয়ানক ছায়ার মন্দ্রকণ্ঠে হুশিয়ারী বাঁশী।
দিন শেষে রাত এসে আলিঙ্গন করে কি ভেবে
এতটা বৈপরিত্যকে
আলো ফুরিয়ে গেলে দিনের কি যৌবন থাকে
অথচ অপেক্ষা বেঁচে থাকে- গোধূলির প্রহর এসে
উত্তপ্ত সূর্যের খোলায় ভাজা মুহূর্তগুলোকে-
মিশকালো হীম হাতে তুলে দেবে কোন সময়ে
হায়রে অহর্নিশ, এত’ই বাতুল প্রেম!
২৯ মে, ২০২২
ঢাকা।
১ Comment
অসাধারণ।ভাল লাগলো কবিতাটি
অভিনন্দন।