১৭৩ বার পড়া হয়েছে
কাঁটা রহস্য:
অহনা নাসরিন
কতোবার তোমাকে বারণ করলাম
খোঁজ না কাঁটা রহস্য
মানলে না এ বারণ।
আবার ত্রিশ বছর পর জাগিয়ে তুললে-
পুরনো সে ক্ষত
ভালোবেসে মনের বাগানে গোলাপ ফোটাবে
তার পাশে সন্দেহ কাঁটা রাখবে
সে তো ফুটবেই; ফুলের কি দোষ!
সুবাস নিবে যখন বুকে
রক্তক্ষরণ হবে না! কি করে ভাবলে?
নারী,
ফুটন্ত গোলাপ; বহুমাত্রিক হৃদয়ে সুবাস ছড়ায়
তাই বলছি তোমায়-
ভুল করেও কাঁটারহস্য কখনো উন্মোচন করো না।