২১৫ বার পড়া হয়েছে
অসমতার প্রেম
[সুরমা খন্দকার]
এভাবে সূত্র ধরে তুমিও আর খোঁজ নিওনা।
বাম পক্ষ ডান পক্ষ না মিলিয়ে প্রেম চলে না।
গাণিতিক অসমতায় তুমিও মুখ ফিরিয়ে চাও।
সাধারণ যোগ বিয়োগে সব মিলিয়ে নাও।
একদিন আগাছা জন্মে যাবে হৃদয় উদ্যানে,
তুমি খোঁজ নিবে না। পক্ষ পক্ষ খেলা চাও।
তারপর শুশ্রূষাহীন হৃদয় উদ্যান বেহাল বেগতিক।
নিদারুন দুঃসময়ে তুমুল ফাল্গুন উপেক্ষা করবে।
আকস্মিক কুহু আর্তনাদ করবে কোন কোকিল।
ভিতরের দূর্বিনীত নদীটা একান্তে প্রবাহিত হবে৷
বাম পক্ষ ডান পক্ষ আর মিলে না
বহতা নদীর মতো চলে অসমতার প্রেম।।
১ Comment
Congratulation