৩১১ বার পড়া হয়েছে
অশরীরী প্রেমের সনেট
ফেরদৌস সালাম।
তুমিই সে সরোবর নিস্তরঙ্গ আর্তিময় জল
প্রপাত গর্জন নেই স্হিরতায় রাধার শরীর
বিনম্র কোমল ত্বকে মৃদু ঢেউ ছুঁয়ে যায় তীর
সর্ষে ক্ষেতে শীত সূর্য শিশিরেরা স্নিগ্ধ টলমল।
চন্দ্র সত্য আমি সত্য- সত্য এই বহতা যমুনা
আমি সেই শব্দবাজ প্রেমে হই সমুদ্র কল্লোল
শীতের সবজীসহ দিয়ো শুধু মাগুরের ঝোল
অশরীরী প্রেমে জেনো ফেরেশ্তাও লিখবে না গুনা!
তবুও আড়ষ্ট তুমি ডাক শুনে থাকছো বধির
মিলনে মাতাল কেকা মেলে দেয় পালকের ওম
সন্তানের রক্তবীজে পুস্ট হয় জননীর ঘুম
কোকিল বসন্ত দিনে আনন্দিত হয়ে ওঠে নীড়।
কিছুই চাই না আমি চাইবো না কপোলের তিল
আমাকে বিশ্বাস করো খুলে দাও হৃদয়ের খিল।