২০৮ বার পড়া হয়েছে
অশরীরি আত্মার কথন
সাদিকা নাহিন
শরীরটা তো ধরা ছোয়ার বাইরে
তাই বলে কি তোমায় আমি ভালোবাসি না ? বলতো,
ভালোবাসাটা তো আত্মার সাথে
লাল গোলাপ ছুয়ে অনুভবে ওষ্ঠো ছুয়ে যাই
কচি ঘাঁসের কমল ছোয়ায় শরীরের বাঁকে হারাই
নদীর ঢেউয়ের মত বান ডাকা হৃদয়ে তোমার ঠাঁই
শরীরের কি খুব প্রয়োজন? বলতো?
ভালোবাসাটা তো আত্মার সাথে আত্মার কথন।
কল্পনায় তুমি আমার আইসবার্গ
তোমার স্পর্শের অনুভবে শীত শীত ভাব,
হৃদয় উষ্ণতায় গরম নিঃশ্বাসে মিশে যাওয়া
শরীরটা কি এখানে খুব প্রয়োজন?
তোমার আবেগ অনুভূতি যদি আমায় নাই ছোয়,
বলতো?
ভালোবাসাটা আসলেই আত্মার কথন
না হলে হাজারো মান অভিমান ভেঙ্গে
তুমি আমি এক হলাম কি করে!
১ Comment
Congratulations