১৯৮ বার পড়া হয়েছে
আমি নিঃসন্দেহে বলতে পারি আসন্ন বইমেলায় প্রকাশিতব্য ‘সুরশিকারি’ উপন্যাসটি হবে অমর একুশে বইমেলা ২০২২-এর অন্যতম আলোচিত একটি বই।
বইয়ের লেখক ও প্রচ্ছদ শিল্পী দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বইটির লেখকঃ তাহিরা কোহিনুর
প্রচ্ছদ এঁকেছেনঃ ফারহা ফাওজিয়া অতসী