১৮৮ বার পড়া হয়েছে
তুমি তো নূতন কেনো পুরাতন
– অভ্র ওয়াসিম
অদ্ভুত রহস্যময় আমি
হারিয়ে ফেলেছি স্বপ্নকে
বিষণ্নতা নাকি অন্তর্জালে বিলিন?
তোমার মুখ কুয়াশা
মনে করতে পারি না স্পর্শ
কী কষ্ট আঁধারে আমি?
তুমি নেই, কেনো নেই
তোমার চুলে ঢেউ নেই
আমি ছায়া নিয়ে বসে থাকি।
তোমার হৃদয়ের কথা
মনে করতে পারি না
তুমি তো নূতন কেনো পুরাতন?
আজকের বিকাল ধূসর
ফিরবে না কাল
নতুন স্বপ্নে শুধু তোমার বিচরণ।
৩১/১০/২০২১, রাত ১০:১২
মুন্সিগঞ্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা।