২০৩ বার পড়া হয়েছে
অভিমান উড়ুক
।।সুরমা খন্দকার।।
কতোদিন মেঘ দেখি না।
বুকের ভিতর এক আকাশ মেঘ
যতন করে, সংগোপনে
অকাতরে বৃষ্টি ঝরে –
তবে সে কার তরে?
তুমিও যদি বুঝবে নাকো
তোমার যদি চোখ না পড়ুক
বিষাদের বনে অভিমান উড়ুক
তুমি ও দেখো না
কেমন পুড়ে দগ্ধ, ক্ষত।
আমিও না হয় মিলিয়ে যাব
মৃত্যুর মত।
১ Comment
Congratulations