১৬০ বার পড়া হয়েছে
অভিমানী কবিতার খসড়াগুলো
[নাসরীন মিতা]
খবর রাখো না কতোদিন–
ঠিক মনে নাই।
বিস্মৃতির ঝড়ে, তবু মনে পড়ে
জোছনার রাতে মিছেমিছি
জোনাকিকে খুঁজে গেছি কত ।
নিয়ন আলোয় কবিতা লিখতে গিয়ে
মনে পড়েছে বারংবার
তোমার দগ্ধ অভিমান আর অনবদ্য
কবিতার কথা।
তুমি যখন আমায় ছেড়ে নিরুদ্দেশ
কবিতারা তখনও অবাধ ভালোবাসায়
আমার আঙুলের ডগায় ঝুলে
বলে, লিখে যাও,
তোমার নীল ডায়েরিটার বুকে।
তোমার গায়ের সোঁদা গন্ধ,
কেয়াপাতার তরণী হয়ে ভেসে আসে
মনগাঙের বুনো জ্যোছনাতে।
তখনও আবার
কবিতারা আমার আঙুলের ডগায় ঝুলে
বলে, লিখে যাও তোমার আঁখির অগ্নিরেখায়
প্রাণের কবিতা নির্ঘুমে, মাঝরাত চুমে চুমে।
১ Comment
congratulations