২৯৯ বার পড়া হয়েছে
অবেলার ডাক।
(সুরমা খন্দকার)
আমার মর্মপীড়া, লুকোনো অসুখ
স্মৃতিভাবাতুর নষ্ট সময়, দৈনন্দিন
মালিন্য ঝরা দুঃখ-বিষাদ, অযত্নে
পড়ে থাকা আমার নিরস্র জীবন
একা।
শূন্যতার ব’ দ্বীপে দাঁড়িয়ে তোমার
উপেক্ষিত প্রেমকে আভিবাদন
জানিয়ে সহাস্যে, শূন্যতার’ যে
অমার্জিত প্রতিনিধি পেয়েছি, সে
কোনো তুচ্ছ ঘটনা নয়।
আমার পোড় খাওয়া পরাস্ত জীবন –
তোমার কাছে কোনো কিছুই
উন্মোচিত নয়।
দাঁড়িয়ে থাকে দন্ডায়মান আমার
নির্ঘুম রাত।
অশ্রু সজল চোখ ধ্যানমগ্ন।
তুমি কড়া নাড়ছ অবেলায়
আমার আঙিনায়।
নিরস্ত্র শূন্য জীবনের বিপরীতে তোমার প্রেম।
তোমার অরাধ্য প্রেমকে মলিন করতে পারে, এমন স্পর্ধা কি আছে কারো?
সে প্রেম চলছে অনিবার।।
৩ Comments
Very good job, congratulation.
very good job.
অনেক সুন্দর শব্দ চয়ন।
বাস্তবতাময় কবিতার ছন্দ?