২৭৩ বার পড়া হয়েছে
অবাধ্য আবদার
(রাবেয়া হোসেন)
কষ্টের নীল কে করেছি শিরায় ধারণ!
তাই, দুঃখ সর্বদাই করেছে আমায় নিঃশব্দে বরণ।
হাসির আড়ালে লুকিয়ে রেখেছি যন্ত্রণার পাহাড়
তুমি এসে চুরমার করলে আমার সব অহংকার!!
তোমার চোখের মাঝে দেখেছি
উচ্ছলতা আর হাসিতে সচ্ছলতা!!
দেবে কি আমায় জানতে
তোমার মনের সমুদ্রের গভীরতা
আর অবগাহনে পরিপূর্ণতা!?
ছুটে চলেছি অজানা টানে
অবাধ্য আবদারগুলো তোমার পানে
সেই পথের পথিক হয়ে তুমিও এলে,
গোধূলি লগ্নে আমায় বুকে জড়িয়ে নিলে।।
______________
Rabeya Hossain
Montreal, Canada
June 8, 2022
১ Comment
Congratulations