অবহেলা
[মোহাম্মদ সহিদুল ইসলাম]
❑
আমাকে তুই অবহেলা কখনো করিসনি,
এ সত্য স্বীকার করতে কোন দ্বিধা নেই,
তবে অবহেলা কিন্তু তুই করতেই পারিস,
আমাকে তুই আদর কিংবা কেয়ার করবি,
এমন চুক্তি তো তুই আমার সাথে করিসনি,
❑
বরং
আমিই তোর সাথে একতরফা চুক্তি করেছি
তোকে কখনো আমি অবহেলা করতে পারবো না,
তাইতো তুই সময়মতো খেয়েছস কি না,
তোর অনিচ্ছাতেও আমি বার বার জিগাই,
গোসল করেছিস কিনা?
গলার স্বরটা ভার ভার লাগলে
আমার কিচ্ছু ভাল লাগে না,
আমি জিগাই ঠান্ডা লাগছে কি না?
তুই বলিস কিচ্ছু হয় নাই,
আমি তো বুঝি ঠান্ডায় তোর শরীরটা অনেক
আন-ইজি লাগছে।
তোর কপালটা ছুয়ে দেখতে না পারলে কি হবে,
নামহীন সম্পর্ক,
অদৃশ্য সম্পর্কের বাঁধন যে আমাকে বলে দিচ্ছে,
তুই ভাল নেই।
আমি কিচ্ছু করতে পারিনা ঠিকি,
কিন্তু উপসনা শেষে
বিধির দরবারে অন্তত দুহাত তুলে তো বলতে পারি,
হে বিধি আমার জানটাকে তুমি তারাতাড়ি সুস্থ করে দাও।
❑
আমি চাইলেই তো তোকে অবহেলা করতে পারি না,
আমি যে অলিখিত চুক্তিতে আবদ্ধ,
তাই তো বারবার বলে দিই,
অফিসে যাবার সময় কিন্তু তারাহুরো করবি না,
হাতে একটু সময় নিয়ে বের হইস,
আমাকে একটু ম্যাসেজ দিস,
এইতো বের হলাম
অফিসে যাচ্ছি,
আমি আর কিচ্ছু করতে না পারলাম,
অন্তত দোয়া পড়ে এতটুকু তো কামনা করতে পারবো,
হে বিধি, তুমি আমার প্রিয়াকে
চলার পথে নিরাপদ রেখো।
❑
আমি তোকে অবহেলা করতে পারবো না,
বরং
বিধিকে বলেছি, হে বিধি আমি
আমি আমার প্রিয়ার বাগানের ফুল হয়ে ফুটবো,
সমীরণে মিশে যাব সঙ্গোপনে,
রোজরোজ প্রত্যুষে ঘুম থেকে উঠে
আমার প্রথমাকে ভরিয়ে দেব অদৃশ্য চুম্বনে।
❑
চাইলেই তুই আমাকে অবহেলা করতে পারিস
এটি তোর অধিকার,
চাইলেই পারিস সব ডিসকানেকট করতে,
কারণ তুই তো আমার সাথে লিখিত বা অলিখিত কোন চুক্তিবদ্ধ না,
কিন্তু, দেখ,
আমি তোর সাথে একতরফা চুক্তিতে আবদ্ধ,
তাইতো তুই না চাইলেও
আমি তোর খবর নিবোই,
প্রথমা, কেমন আছিস তুই?।
১৯৮ বার পড়া হয়েছে