১৯৯ বার পড়া হয়েছে
অন্তরালে
[ মাসুমা নিরু ]
এই যে আমার মা
মায়ের কোলে জন্ম নিয়ে
আমি সবার সেরা।
আদর সোহাগে
মা আমাকে বড় করে তোলে
আজ আমি এতো বড়
সে কেবলই মায়েরই জন্য।
আজ আমি হেসে খেলে চলি
লিখতে পড়তে পারি
দু’হাতে যা কিছু করি
ভালো মন্দ হিতাহিত জ্ঞান
ছোটদের করি স্নেহ
বড়দের করি সম্মান
যেখানে যা কিছু আমার
যা কিছু অর্জন মান সম্মান
সব-ই আমার মায়ের জন্য
সবই তাঁর অবদান
আমি আমার মায়ের আদরের সন্তান।
প্রফেসরপাড়া
ভেড়ামারা, কুষ্টিয়া
২/৯/২০১৫
রাতঃ১২-২১
২ Comments
শ্রেষ্ঠ কবিতা।লেখককে অভিনন্দন।
মাকে নিয়ে লিখা কবিতার তুলনা নেই।মা মাত্রই মাথার তাজ।অন্তরের ধন।কবিতাটি পড়ে মাকেই চোখের সামনে মনে হল। সবার জীবিত মা সুস্থ ও ভালো থাকুক। পরপারে চলে যাওয়া সকল মা যেন জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ স্থানে দয়াময় আল্লাহর মেহমান হয়ে থাকে সেটা সব সময় কামনা করি।আমিন।
congratulations