১৩২ বার পড়া হয়েছে
অনুসন্ধিৎসু মন
(মুহা্ম্মাদ কিবরিয়া বাদল)
মূর্খতা মোর পায়ের বেড়ী
শক্ত শেকলে বাঁধা
ভাঙতে গেলে বেজায় লাগে
মনে ভীষণ ব্যাথা।
জন্মেছিলাম গোলাম রূপেই
ইলাহ্ ছিলো আল্লাহ্
আনুগত্যে ছিলো না খাঁদ
প্রকৃতি জাঝা কাল্লাহ্।
পারিপার্শ্বিক অবস্থাটা
পরিবেশ যারে কয়
ধীরে ধীরে এ-মনটারে
করে নিলো জয়।
চারপাশটায় ছিলো যারা
শিখিয়ে তুললো তারা
তাতেই আমি তেমন হলাম
তাঁদের মতোই সারা।
সত্য মিথ্যা সঠিক বেঠিক
তাঁদের নির্দেশনা
তাঁদের জ্ঞানের হলাম বাহন
নিয়ম ভাঙা যায় না!
একটু একটু বোধের বিকাশ
বেয়াড়া হয় যে মনটা
সত্য-মিথ্যার ফারাক খুঁজি
চলছি খুঁজে ঠিকটা।
২ Comments
সঠিক পথের সন্ধানে
সঠিক পথের সন্ধানে