১৯৭ বার পড়া হয়েছে
“অনুভব”
[শেখ এ ইসলাম]
জানি না কীভাবে সম্ভব
কীভাবে প্রত্যাশার উদ্ভব
বৃষ্টিভেজা রাতে
হাত রেখে হাতে
দূর থেকে অনুভব করা যায় না?
খাঁচায় কি বন্ধ করতে হবে ময়না?
হৃদয় স্পর্শ করো
অন্তর মম ধরো।
ভোগে কি তৃপ্তি হয়
অন্তরাত্মা কি কয়?
উপলব্ধিতে তো তৃপ্তি
আস্থাতে তো প্রাপ্তি।