১৯৩ বার পড়া হয়েছে
অনন্ত সত্তার সূর্য
মুহম্মদ নূরুল হুদা (মুনূহু)
‘প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল,’
দ্বিতীয় দিনের কাছে সেই প্রশ্ন ছিল,
অন্তিম দিনের প্রশ্নে সন্ধ্যা নিরুত্তর:
সত্তার অনন্তপাড়ি অনঙ্গের ঘর।
নতুন সত্তার আছে নতুন স্বরূপ
সত্তায় সত্তায় মালা, বন্ধন অরূপ,
রাঙামাটি পার হয়ে অসীমের পথ,
বলাকার ডানা হলো সমুদ্র-পর্বত।
জীব থেকে জীবে জীবে সত্তা বিবর্তিত,
কোনো প্রাণ কোনো জন্মে হয়নি তো স্থিত;
প্রশ্নে প্রশ্নে আত্মমুক্তি, স্বতন্ত্র সন্ধান,
অনন্ত সত্তার সূর্য, অনঙ্গের ঘ্রাণ।
সত্তার বদল হলে সত্তা কাঁদে ঘরে,
হেসে ওঠে সূর্যাবর্তে সৌর সত্তান্তরে।
২৫ বৈশাখ ১৪২৯, ৮ মে ২০২২