১৯৯ বার পড়া হয়েছে
অধৈর্য আহবানে
[সুরমা খন্দকার]
অধৈর্য আহবানে
যখনি কোন উপলক্ষ্য ছাড়াই
সুকোমল দু’খানি হাত
আমার ছবিকে পুষ্পমাল্য
অর্পন করেছে, তখনই
বুঝেছি, আমি বুঝি সুন্দরের চেয়ে
সুন্দর তোমার কাছে ।
যখনি আমাকে বোঝালে
বার বার
হৃদয়ের সবটুকু মানচিত্র জুড়ে
শুধু আমি
আমায় ভাবনায় ফেলে দেয়
তোমার ভাবাবেগ ।
আমি গোপন ব্যাধির মতো
ক্ষয়ে ক্ষয়ে যাই ।
ভেতরে আবিষ্কার করি তোমার
অপরুপ সুন্দর ।
ভোরের নির্মল হাওয়ায়
উদাসী মনের অধৈর্য্য আহবানে
নিষ্পাপ দু’টি হাত, তোমায় ছুয়ে দেখে ।
কতো বিশ্রি ! বিষধর তুমি !
সংজ্ঞা হবে না পৃথিবী শুদ্ধ সব অভিধানে ।
১ Comment
congratulations