৩০১ বার পড়া হয়েছে
অধিশ্রয়
(রওশন হাসান)
সবটুকু অনুভব নিঙরে বৈরাগ্য এ রুপ
যতদূর চোখ যায় অকূল সরোদের এলিজি
স্পর্শসুখে উইন্ড চাইম নেচে ওঠে টুংটাং
এ বেদরদী হাওয়ার ঝোঁক গুমরে ওঠা পরিতাপ বিরামহীন শূন্যতা
l প্রস্তরে মোড়ানো দেয়ালের বসতবাড়ি l
আকাশ পেরিয়ে শরীরী ভ্রমণ। হৃদয়ের গ্রন্থি জুড়ে অশান্ত অভিমান
কলকল গোপন গুন্জন বেদনার মত আঙুলে বেজে চলে l
পাতাদের মর্মরধ্বনি, সন্ন্যাসী নদী
আবদ্ধ হলুদের ঘ্রাণ, একদা ছিল অকপট মৌ মৌ বহ্নিমান ।
সংগুপ্ত বাগানে স্পন্দনহীন লুপ্ত ফুলেদের গান
যতটুকু বিসর্জন ততটুকু আমার আশ্রয় অফুরান l
লেখক: রওশন হাসান, উত্তর আমেরিকা
১ Comment
congratulations.