৩১৫ বার পড়া হয়েছে
অতলস্পর্শ
মিরা মাহমুদ
সহসা পাখি হয়ে
উড়ে যাবো আকাশে
মিলে যাবো প্রচন্ড
ধুলি ঝড়ো হাওয়াতে
ফিরবো না আর কখনও
এই অতলস্পর্শে
জমবে না বুকে
অন্ধকারাচ্ছন্ন তুষারপাত
ভাঙবে না মন
ঝরবে না ঝর্ণাধারা অশ্রুপাত
উদাসী বাঁশরীর
বাঁশি আর বাজবে না
নিশ্চিহ্ন হয়ে যাবে
নিদারুণ মর্মপীড়া
কেউ তা জানবে না …
৩ Comments
কবিতা টি সুন্দর!
তবে
চোখে লাগলো শব্দ দুটি,
> ঝরবোবেনা / ঝড়নাধাড়ার
ri8
Bah! Khub sundor laglo. Tomar proti kabita asadharon