২০৩ বার পড়া হয়েছে
অজ্ঞতার অলস নিদ্রার অবসান চাই
(মুহাম্মদ ওবায়দুল্লাহ)
অজ্ঞতার অলস নিদ্রার অবসান চাই
হতে চাই সত্য সুন্দর সুবিজ্ঞ ত্যাগী ভাই।
আমি সভ্যতার শরীরে বেশরম পোশাক জ্বালাতে
মানবতা বিবর্জিত অভিশপ্ত জ্বলন্ত আগুন নিভাতে।
আমি চাই নিষ্ঠুর নির্মম নির্যাতনে জ্বলন্ত শ্মশান
আমি চাই নিষ্পেষণ নির্দয় হোক বিদায় ডুবন্ত পাষাণ।
দূর হোক জ্ঞনহীন হুজুক প্রবণতার সর্বনাশা মিছিল
আমাদের আত্মঘাতী বর্বরতায় পিচাশেরা হাসছে খিলখিল।
চারদিকে মেধাহীন মুগুর গ্রুপ-দূর হোক দুর্দিন
অস্থির অপেক্ষায় চেয়ে আছি প্রভু দাও শুভদিন।