২১১ বার পড়া হয়েছে
অজান্তেই থেমে যাবে
[হাসিনা হারভীয়া]
আহত রক্তাক্ত ডানা ভাঙা
পাখির মত হয়তো একদিন
অজান্তেই থেমে যাবে জীবনের
সব আয়োজন, শুধু স্মৃতিগুলো
পড়ে রবে শূন্যে পাতার ভাঁজে ভাঁজে।
মুগ্ধকর প্রকৃতির বুকে লুটে পড়ে
রবে শুধুই স্মৃতি হয়ে।
অজান্তেই থেমে যাবে নির্বাক নিষ্ঠুর
নিয়তির খেলা, অগোছালো এলোমেলো
জীবনের প্রতিটি শিরোনাম। নীরবেই
নিশ্চুপ হয়ে পড়ে রবে, ওই আকাশের
হাজার তারার মেলায়। এভাবেই একদিন
শেষ হবে জীবনের সব আয়োজন।
নিমেষে নিভে যাবে জেগে থাকা
দুটো চোখ, অন্ধকারে বন্ধ হবে।
মাতাল বাতাসে বিলিন হবে সেদিন
আমার লাশের গন্ধ, জীবনের চাওয়া
পাওয়ার দাফন হবে কাফনে মুড়িয়ে!
অজান্তেই থেমে যাবে জীবনের
সব আয়োজন।
১ Comment
congratulations