৪২৮ বার পড়া হয়েছে
অচেনা গন্তব্য
(সুরাইয়া সুলতানা)
০৬-০৪-২২.
চেনা রাস্তায় ফিরে আসি রোজ ঘরে
সারা দিনমান ঘুরি কতো অচেনা পথ,
জীবনের অলিগলিতে খাই হোঁচট
পায়ে ঠেকে নেই নতুন চলার শপথ।
দৃশ্যমান পথগুলো সহজেই চেনা যায়
অন্তরের অলিগলি পথ চেনার নেই যে উপায়,
কোন পথে হাটি কোন পথ ভুল
কোন পথে কাটাঁ না, আছে কিছু ফুল!


১ Comment
congratulations