১৫৪ বার পড়া হয়েছে
মনে মনে…..
সেই সেদিনের রাত্রি ছিল
কুয়াশা তে আবছা ঢাকা
পথ হারিয়ে ভুলে তোমার
হাতটা ধরেছি
মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
বেদনাতে ঝরে পড়া
অশ্রুকণার বিন্দু দিয়ে
মনের মাঝে অতল যে এক
সাগর গড়েছি
মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
খুঁজেছি যা এই জীবনে
ছিল সে যে মনের মাঝে
তবু আমি নিজের সাথে
নিজেই লড়েছি

মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
তোমার চোখে হারিয়ে যাবো
বাঁচবো আবার নতুন করে
এই জীবনে বেঁচে থেকেও
অনেক মরেছি
মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
এইটুকু তো ছোট্ট জীবন
দুঃখ কে আজ ছুঁড়ে ফেলে
সুখের সাথে নতুন করে
আপস করেছি
মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
আজকে আমি তোমার মনে
ঝাঁপ দিয়েছি সচেতনে
চোখের কোনে তোমায় নিয়ে
স্বপ্ন ভরেছি
মনে মনে আজকে তোমার
প্রেমে পড়েছি….
অগ্নিশিখা ( ঝুমঝুম ব্যানার্জী )
৩ Comments
congratulations.
অভিনন্দন আর ভালোবাসা ??
thanks