২১৫ বার পড়া হয়েছে
অগ্নিকাণ্ড
[রবিউল ইসলাম]
শোকাহত হৃদয় এখন
জলে ভরা নয়ন ভাণ্ড,
বাতাসেতে লাশের গন্ধ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড।
ছাই হয়েছে কতো মানুষ
গেছে কতো অঙ্গ পুড়ে,
অঙ্গহানি কারো হাত পা
বিস্ফোরণে গেছে উড়ে।
আপনজন আজ হারিয়েছে
স্বজনেরই আহাজারি,
নিথর দেহে পড়ে আছে
কতো শতো লাশের সারি।
উদ্ধারকর্মী সেও তো আজ
চলে গেছে লাশের দলে।
অগ্নিদগ্ধ বাবার ঐ লাশ
ডাকবে না আর খোকা বলে।
সন্তান হারা কতো মায়ে
আছে কতো পথো চেয়ে।
থামে না তো কান্না কভু
অশ্রু ঝরে দুচোখ বেয়ে।
রচনাকাল
৫-৬-২২ রাত্রি