সান্ত্বনা
মোছা. হালিমা বেগম
২৭/৪/২০২৫
সাগরের ঢেউয়ের তালে তালে চলি,
তা দেখে নানা কথা বলি।
আকাশ আমার সীমানা,
মিটে যায় যত আছে দুঃখ, বেদনা।
নদীর জলে আছে কলতান,
সুরে সুরে গেয়ে যা-ই গান।
তারা আমার চিরসাথী,
দুঃস্বপ্নে, দুঃসময়ে পাই তৃপ্তি।
পাখীর গানের তানে তানে,
মনের কথা বলে কানে কানে।
সুন্দর নীলাভূমি আমার শেষ ঠিকানা,
যেথায় মিশে আছে হাসি,কান্না।
প্রকৃতি দেখতে দারুণ,
তা দেখে মনে জাগে শিহরণ।
পাখী আমার সুপ্ত ডানা,
তাতেও পাই সান্ত্বনা।
গাছপালার শীতল ছায়ায়,
মনটা ভরে যায়।
ভুলে যাই সব মনের ব্যথা,
সুখ,শান্তি আছে হেথা।