মোহাম্মদ ফারুক, সৌদি আরব প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল-এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল-এর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল ২ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ১০টায় সৌদি আরবের রিয়াদের হোটল ডি প্যালেস’র হল রুমে অনুষ্ঠিত উক্ত দোআ কামনায় উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক কর্মী ও নেতৃবৃন্দ।
প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে- উপদেষ্টা দেলোয়ার হোসেন ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির,
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী ।
স্বাগত বক্তব্য রাখেন প্রচার সম্পাদক আব্দুর রহিম সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই বার বার ফ্যাঁসিবাদের কবল থেকে বাংলাদেশের গনতন্ত্র পূর্ণরুদ্ধার সম্ভব হয়েছে। এবং দেশের সকল সংকটকালে তিনি দেশের হাল ধরেছেন।
প্রবাসী সকল নেতৃবৃন্দ সকলের কাছে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামানা করেন যাতে আবার দেশে একটা গনতান্ত্রিক নির্বাচন তিনি দেখে যেতে পারেন এবং দেশও দেশের সকল শ্রেনীর মানুষ ভাল আছেন তা তিনি দেখে যেতে পারেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় ।

