কবিতা :
ধূসর জীবন আমার
—/ আবুল খায়ের
জীবন যেমন যাচ্ছে কেটে যেতে দেয়া হোক
চোখের জলেই হবে দূর মনের যত শোক
আঁধার কেটে আলো এসে তবে ভোর হোক
তুমি যদি শান্তি পাও আমার কষ্ট দেখে
আমিও তাই কষ্টকে নিলাম গায়ে মেখে
রঙ্গিন আলোয় কাটুক দিন জয় তোমার হোক
প্রণয় নেশা থেমে একদিন, প্রাণে প্রেম জাগুক
মরণ আসুক, ধূসর জীবন ধূসরে পড়ে থাকুক।
_______________________
পতিতা
আবুল খায়ের
নেতারা সব পতিতা, আর পতিতারা শাসক
জনগণ সব কেনা দাস, শীতের লেপ তোষক।
ভদ্রতা নম্রতা ছাড়ো, আমজনতার গুষ্ঠি মারো!
আরো চাই আমি আরো, হোক নিজের পোয়াবারো।
অতি দরদি তুমি অধিপতি, মান্যবর সমাজপতি
কতো কী হয়ে যায় তোমার সামান্য ইশারায়,
তোমার পথ মসৃণ, কে রুখবে তোমায়, সমাজের
চমৎকার সব আবাল, কী করবে সমাজ বাবা দামাল?
ক্ষুধার জ্বালায় তালমাটাল, তাকিয়ে দ্যাখো চক্ষু লাল
চুলোয় হয় না রান্না, বাবুদের হাহাকার নিষ্প্রাণ কান্না
অথচ, অথচ গুদাম ভর্তি মালামাল, খুলতে নিজের
কপাল সিন্ডিকেট দাম বাড়াতেই ওরা বেসামাল।
ঝাড়ুর আঘাতে যাবে ভ‚ত, পেলাম নাতো আজো নিখুঁত
কোনো মায়ের পুত, কোথায় পাবে শান্তির দূত
জ্বালাও পোড়াও চলছে হরদম, নিরাপদ নয় কোনো কদম
মায়া-মমতার কপালে হাত, বেশ্যার দালালের বাজিমাত।
প্রতিবাদের হাত দাও গুঁড়িয়ে, পায়ের নিচে পিষিয়ে থেতলিয়ে
স্তব্ধ করো সব কণ্ঠ, আছে যতো অর্বাচীন ভণ্ড
মাথা হোক সব নত অবনত, সততা, বদান্যতা আজ মৃত।
পুঁজিবাদের দিয়াশলাই, দুনিয়াটা আজ তড়পায় আর তড়পায়–
মানবতার মাথা মুড়িয়ে, দাঁত কেলিয়ে হাসে অভিশাপের
মশাল জ্বালিয়ে, শান্তির পতাকায়, হায়! শান্তির পতাকায়!
লাফিয়ে ঝাঁপিয়ে ঘোড়া দৌড়ায়, ওরা ঘোড়া দৌড়ায়।
২ Comments
ধূসর জীবনে শান্তি আসুক আলোময় হোক জীবন/ শুভ কামনায়/
অনেক সুন্দর লেখনি,ভালো লাগলো খুব