১৭৬ বার পড়া হয়েছে
রাতের পাখি
—ফারজানা লুবনা
রাতের পাখি আকাশ দেখি
তারায় তারায় স্বপ্ন আঁকি।
তোমার পথের রেখা পথে
চেয়ে থাকি অনিমেষে ।
স্বপ্নে আঁকি তোমার ছবি!
যে ছবিটা হৃদয় পটে
চেয়ে থাকে অহর্নিশি।
সেই ছবিটা ছবি তো নয় !
যেনো একটা গল্পগাঁথা!
ছোট ছোট স্বপ্ন দিয়ে ,
গল্প বাঁধায় একটা ফ্রেমে!
রাতের পাখি তারা গুনে,
তারায় তারায় তোমায় আঁকি!
স্বাতি,বিশাখা,অনুরাধা নক্ষত্রেরাও
দিচ্ছে আলোর প্রদিপ জেলে।
তোমার আমার চলার পথের ,
স্বপ্ন গুলো এঁকে এঁকে ।
একে একে জালছে আলো ,
নক্ষত্রের ছায়াপথে।
কোটি তারার বাতি জেলে,
রাত দুপুরের তারার মেলায়।
রাতের পাখি আকাশ দেখি!
মনের কোনে স্বপ্ন আঁকি।।
৩ Comments
সুন্দর!মুগ্ধতায় ভরপুর কবিতা।
কবিকে। অভিনন্দন।
Nice
স্নিগ্ধতা একরাশ প্রিয়