খুকুমনির জন্মদিন
(রেবিন চৌধুরী)
আজকে খুকুর জন্মদিন পড়ালেখার ছুটি,
উইশ করতে ব্যস্ত খুকুর স্কুলের সহপাঠী।
অনেকগুলো গিফট পেয়েছে নয় যে একটি দু’টি,
কেকের সাথে বাবা এনেছেন অনেকগুলো কেন্ডি।
মা দিয়েছেন বড় গাড়ি চালাবে বাই রোডে,
নানু,দাদু মানি দিয়েছেন জমিয়ে রাখছে মুঠে।
মামার থেকে পেয়েছে সে হাইস্পিডের স্কুটার,
খালামনি কিনে দিয়েছেন কিচেন প্লে-সেট রান্নার।
সহপাঠী সবাই আনছে অনেকগুলো ফুল,
খুশিতে তাই খুকুমনি নাচে দে-দোল দে-দোল।
তা-ধিন তা-ধিন নাচছে সবাই গাইছে সা-রে-গা-মা
খুশির বন্যায় ভাসছে খুকু পরে নতুন জামা।
আজ সারাদিন হাসিখুশি নেই কোনো বকুনি,
মুকুটমাথে সেজেছে যেন পরীর দেশের রাণী।
আলোক বাতি জ্বেলে খুকু কাটতে গেল কেক,
করতালির ঝড় বয়ে যায় দেখ রে সবাই দেখ।
১ Comment
very good job; Congratulations.