২০৬ বার পড়া হয়েছে
অনু গদ্য
তাসনিয়া রহমান
জানালার ফাঁক দিয়ে বৃষ্টির পানি প্রবল বাতাসে ছিটকে এসে পরছে অবনীর নিথর দেহে
মৃদুল তাকিয়ে আছে অপলক, এখনো তার পৌরুষ পশুত্ব গর্জে উঠছে ক্ষণে ক্ষণে
নিজেকে নানানভাবে নির্দোষী প্রমাণ করার নানান যুক্তি আঁটছে মনে মনে।
আনন্দের মজার বিষয় এরকম হবে তা কে জানতো!
টুকটাক যন্ত্রণা তো নারীরা উপভোগ করে যদ্দুর তার মন বলে
নিজেকে ধর্ষক ভাবতে নারাজ অজয়, কত বছর নারী সম্ভোগ ছাড়া জীবন কাটিয়েছে
আজও সেরকম কেটে যেতে পারতো। কী এমন সমস্যা হতো তার!
খাঁচায় বন্দী বাঘের কাছে হরিণ সবসময় নিরাপদ!