মমতাজ মনী শেলী’র দুইটি কবিতা:
ব্যবধান
তারিখঃ ০৯/১০/২০১৮
তোমার আমার মাঝের সীমা
যোজন যোজন দূর,
দেখা যায় না একূল ওকূল
মাঝ খানেতে অনেক গভীর
উত্তাল সমুদ্দুর।
বহে না সেথায় নৌকা জাহাজ
শুধুই নীলিমার ছায়া,
সেই ছায়াতেই ভাসে তোমার
বিষাদ বিধুর মায়া।
দিগন্তের ঢেউয়ে ভেসে আসে
তোমার বেদনার্ত গানের সুর,
সেই ব্যথায় গর্জে ওঠে
উত্তাল সমুদ্দুর।
এক আলোক বর্ষ হয়তো
হয়ে যাবে পার,
তবুও মিলন হবে না কখনো
তোমার আমার।
তুমি সূর্যোদয়ের লালিমা হয়ে,
এসো আমার বুকে,
আমি জ্যোৎস্নারাতের চাঁদ হয়ে
ভাসবো প্রেমের সুখে।
আমাদের প্রেমের সাক্ষী হবে
তারা নক্ষত্র রাজি,
আমি সমুদ্রের শুভ্র অবগাহনে,
নেয়ে পবিত্র আবরণে সাজি।
নীল পদ্ম
তারিখঃ ১০/১০/২০২১
আমি অতি সাধারণ আটপৌরে বাঙালী সেই নারী
কঠিন পাথুরে দুর্গম পথ হাসিমুখে দেই পাড়ি
অসীম দুর্বার প্রচেষ্টা আমার নির্ভীক দুঃসাহসিনী,
চড়াই-উৎরাই সমান্তরাল দুর্গম নিত্য প্রয়াসিনী।
অসাধারণ কেউ নই তো আমি তুচ্ছ অতি নগন্য
সহজলভ্যও নই আমি নই কারো কোনো পন্য।
আমিও মানুষ আমারও আছে কিছু স্বপ্ন সাধ,
বুকভরা আছে ভালোবাসা হাসিকান্না আহ্লাদ।
সুখে হাসি দুঃখে কাঁদি উদ্বেলিত হ’য়ে দোলে মন
চিন্তা চেতনা ঘিরে রাখে আমায়ও তো সারাক্ষণ
ক্ষয়ে ক্ষয়ে নিংরে রক্তক্ষরণ আমার বুকেও ঝরে
চোখের নদীর কূল বেয়ে কত অশ্রু ঝরে পরে।
আকুলতা আমায়ও গ্রাস করে বুকে হাহাকার কত
দুঃখের মাঝেও হেসে আমি কান্না লুকাই অবিরত।
ভাঙা আয়নায় আল্পনা আঁকি সাজাই কুঁড়েঘর
শতবার ভাঙি আবার গড়ি আশার বালুচর।
আমি শান্ত দীঘির জলে ফোটা একটি পদ্ম ফুল
কেউ ছুঁইয়ো না আমায় কভু,করোনা তো ভুল,
টলমলে এই দীঘির জলেই আছি আমি সুখে
ছিঁড়তে গেলেই আঘাত এসে হানবে আমার বুকে।