আশ্বিনের নীলাকাশ
মহিউদ্দিন বিন জুবায়েদ
আশ্বিন মাসে সবুজ রঙে ঢেউ খেলানো ধান
শীতের শিশির গায়ে মেখে ভালোবাসার তান।
সূর্য ওঠে বাড়তে থাকে তাপ..
বকের সাথে খুব মিতালি গলায় গলায় ভাব।
আলের ওপর নরম পায়ে শিকার খুঁজে বক
শিশির পড়ে ধানের পাতা করছে ঝকাঝক।
দখিন বায়ূ দোল দিয়ে যায় দুল..
ঘাসের বুকে আশ্বিন মাসে ফুটে নানান ফুল।
বিলেরধারে সাদাফুলে দারুণ কাশের বন
আশ্বিন মাসের চোখ জুড়িয়ে শীতল করে মন
পাখির কণ্ঠে ভেসে আসে গান..
গাঁয়ের চাষি মাঠ পানে চায় মন করে আনচান।
আহা কী যে মন ভুলানো ঋতুর বাংলাদেশ
চারদিকে তার আকাশ ঘেষা দারুণ পরিবেশ।
নীলাকাশে ওড়ে শত চিল..
অন্য কোন দেশের সাথে এই দেশের নেই মিল।
মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।