থাকবো তোমার পাশে
তারিখঃ ০৫/০৯/২০২১ইং
কথা দিলাম সারাটি জীবন থাকবো তোমার পাশে,
হৃদয়ের সব ভালোবাসা দিয়ে রবো চিরদিন সাথে।
নিজের সুখ সবই তোমায় দেবো এই করিলাম পণ,
তোমার তরে সঁপে দিলাম আমার বৃষ্টির স্নাত মন।
তুমি থাকবে আমার দেহে নিঃশ্বাস আছে যতক্ষণ,
তোমার কোমল রাঙা দুহাত ধরে রাখবো ততক্ষন।
স্বাক্ষী আছে আকাশ চন্দ্র তারা বৃক্ষ রাজি এ ধরা,
ভালোবাসার পাঁপড়ি দিয়ে সাজাবো তোমার খড়া।
কতো আমি আপন তোমার দেখো একটু বুকে এসে,
নিরুদ্দেশ হবো আমি তোমায় নিয়ে স্বপ্ন পুরী দেশে।
আবেগে নয়তো আমি সত্যিই মরেছি তোমার প্রেমে,
আমার ভালোবাসা কখনোও যাবে নাহি আর থেমে।
আমি তোমাকেই চাই এই সুন্দর ভুবনে সদা নিরস্কার,
সহ্য করবো শত অপমান সব অবজ্ঞা আর তিরস্কার।
মাথা উঁচু করে বুক ভাসাবো তোমার নামটি জপে মুখে,
তোমায় নিয়ে ঘর বাঁধবো বিধির চির অমায়িক সুখে।