আমার স্বপ্নীল দুনিয়া
পান্না দেব নাথ
ঘন বর্ষা বয়ে চলছে অবিরাম
ঝরনাধারা কখনো মেঘ কখনো বৃষ্টি
সৃষ্টিকর্তার এই এক অপার মহিমা
বিমোহিত মন দুচোখ শুধু চেয়েই থাকে।
হাজারো স্বপ্ন উঁকি মারে হৃদয়ে
শান্ত ভাবনা বয়ে চলে স্নিগ্ধ শীতল হয়ে
ওগো মেঘ তুমি ডেকো না আমায়
গর্জনে কম্পিত হৃদয় চক্ষুতে আসে জল।
দেখেছো স্বপ্ন বেঁধেছো আশা
ক্ষণে ক্ষণে কেনো বিজলী চমকাও
অদৃশ্য মায়ায় বাঁধিও না আমায়
ঝরছে বারি কাজল মাখা দুই আঁখিতে।
হৃদয় মাঝে এঁকেছি তোমার দৃষ্টিভঙ্গি
তুমি ছলনাময়ী অজস্র অশ্রুর মায়াবি বেদনা
কোনো অজানা দ্বীপে হারিয়ে যাবে
আমার সাথে? নতুন করে ফুটবে ফুল হৃদয়ে।
অজানা এক প্রেম কাহিনি জানবে সবে
রামধনুর সাত রঙে হারিয়ে যেতে চাই
তোমার ভেলায় ভাসিয়ে নিও আমায়
পুষ্প বৃষ্টি দিও তখন বর্ষার কদম তলে।
নতুন রূপে ঝরবে তুমি অঝোর
ঝরনাধারায় কদম ডালে বসবে
তখন সখা বংশী হাতে নিয়ে
দুই নয়ন ভরে দেখব তখন প্রিয় মুখখানি।