৩৪০ বার পড়া হয়েছে
মস্ত প্রেমের সস্তা গ্রাহক।
[সুরমা খন্দকার]
আমি যখন সব কিছুতে কেমন
ঘৃণা ভরে।
নিজেকে ষ্টেশনের শেষ যাত্রীর মত
উচ্ছ্বাসহীন, অপেক্ষমাণ।
অনাহারে অপুষ্টিতে আমার
সময়গুলোকে কষ্ট দিচ্ছিলাম।
নিজেকে বার বার কেমন
বেহিসেবি সস্তা করছিলাম।
তোমার শিল্পময় নিপুণ কথার
ভিড়ে কতটুকু প্রেম দ্রোহ ছিল
আমি জানি না।
আমি অগ্নি দ্রোহে জ্বলেছি।
তোমার বিজয় গাঁথা রচনা
করবো বলে।
ধাবমান মহাবিশ্ব, মহাকাশ, মহাকাল মাঝে।
তোমার জন্ম বদলে দিয়েছে
জরাজীর্ণ পৃথিবী আমার।
তোমার মস্ত প্রেমের সস্তা গ্রাহক
আমি নিলামে হারছি বারংবার।।
২ Comments
অসাধারণ।
very good job; congratulations