৮৪ তম জন্মদিনে মুস্তাফা জামান আব্বাসীকে নিয়ে লিখেছেন। সালেম সুলেরী।
কন্ঠকর্মা মুস্তাফা জামান আব্বাসীর প্রিয়দিন জন্মদিন ০৮ ডিসেম্বর। ২০২১-এ ৮৪ বছরে পদার্পণ। গান-লেখা-সংগঠন-সফর আর মহান সৃষ্টিকর্তার গুণকীর্তন। বয়েস বাড়লেও তারুণ্য যেন আজীবনের লালিত সম্পদ। কণ্ঠে আড়ষ্ঠতাও প্রশ্রয় পায়নি। যেন চিরদরাজ, প্রবাহবান, প্রসারমান। পিতা কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্বাসউদ্দীন আহমদ। মা বিশিষ্ট কবি লুৎফুন্নেসা আব্বাস। সহোদর বিচারক মোস্তফা কামাল ছিলেন প্রধান বিচারপতি। সহোদরা ফেরদৌসী রহমান দেশের শীর্ষ কণ্ঠশিল্পী। স্ত্রী আসমা আব্বাসী লেখিকা, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিক্ষিকা। কন্যাদ্বয় সামিরা আব্বাসী, শারমিনী আব্বাসীও গুণপনায় সুপরিচিত। মুস্তাফা জামান আব্বাসী অর্ধশত গ্রন্থের লেখকও। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘নজরুল-আব্বাস সেন্টার’-এর প্রবক্তা।
ব্যক্তিগতভাবে আমার বড়ো ফুপুর সুপ্রিয় সন্তান। অনেক না-বলা কথার আড়ৎ আছে আমাদের। আগামীতে মেলে ধরবো আপন আঙ্গিনার অপার স্মৃতিবার্তা। মুস্তাফা জামান আব্বাসী’র একটি পারিবারিক নাম রয়েছে। তুলু, আর সহোদর-সহোদরা : দুলু, মীর্ণা। দুলু ভাই-এর কন্যা নাশিদ কামাল-এর ডাকনাম ইভু।
আব্বাসউদ্দীন দম্পতি ও দুলু ভাই প্রয়াত। তুলু ভাই সতত প্রাণবন্ত এবং প্রত্যহ উজ্জীবিত। যেন তারুণ্যদীপ্ত ঘোড়সওয়ার। ৮৪ বর্ষে পদার্পণে আমাদের সকলের সাগর-শুভেচ্ছা, শুভাশিস।
সঙ্গে নিবেদন করছি হৃদ-চিন্তার পদাবলী ♠
পাঁচ প্রতিভার পুরুষ ♦ সালেম সুলেরী
* কণ্ঠকর্মা মুস্তাফা জামান আব্বাসীর সুকৃতির উদ্দেশ্যে
কথায় না বড় হয়ে কাজে মহীয়ান,
গলা যার কালোয়াতি, প্রাণ ভরা গান।
লেখাপড়া প্রণিধানে সমাবর্তন,
শিখরিনী নারী তাঁর, ধোয়া বর্তন…
সবিদ্য সংসার যথাবিধি চল
স্রষ্টার ধ্যান-ধাঁচে যথা অবিচল।
সিদ্ধিও কতো পথ, কতো গুণপনা
পাঁচটি আঙ্গুল হাতে- তাতে বনিবনা,
কড়ে মানে করো সেবা, পিতা মাতা জন,
তর্জনী অর্জনে, সংসার, ধন।
মধ্যমা মেধা সেবী, গান লেখালেখি,
অনামিকা ভ্রমণের দেশ দেখাদেখি,
কনিষ্ঠা কারো নয়, মহাজনে থির-
সৃষ্টিকর্তা আর মহাপৃথিবীর।
এইতো হাতের পাঁচ, দশ ঠাঁটে স্বর,
ঠাঁটে ঠাঁটে রাগ গড়ে সুরের খবর-
গান তবে মন ভরা, প্রাণে সমীরণ,
বিশুদ্ধতার সুখ বেচিছে ক’জন ?
কোকিল লুকিয়ে বাঁচে, কাকের বাজার
বিধি- গীতি পলাতক, সমাধি মাজার।
পুরুষে প্রতিভা পাঁচ পৃথিবীর দাবি,
নারী তার পরিবার, খোঁজে বাহু, চাবি
ধলিজাল সংসারে সন্তান শুভ,
জায়া-পতি যদি বোনে সমঝোতা, উভ…
এ রকম বেঁচে থাকা, পারিজাত ঘর
নামে-ধ্যানে সমাগম- সুখের খবর,
মুঠো থেকে, গলা থেকে ছড়ালেন জ্যোতি-
সেরা তাঁকে বলা হোক- দেবো সম্মতি।
দেবো আরো শ্রদ্ধার বীরবর তাজ,
যাচনে সুভাষ তিনি, সেরা তাঁর কাজ।
সুকণ্ঠ সমাহারে পিতা যার শ্র্রেয়
মাতা ছিলো সহ-গুণে, প্রতিদান দেয়…
ভ্রাতা-বধু সহোদরা সন্তান, তারা
তুলো- মনা তুলু ডাকা বাবা-মা’কে হারা…
প্রতিভা পুরুষ ছেলে হরঘড়ি চোখে
গুণের গোলাপ হলো- অমর্ত্যলোকে।
বিরাজিত বহুমুখী, সতত গতিক,
জীবন্ত কীর্তি হে অগ্রপথিক।
মুস্তাফা জামান বা আব্বাসী নামে
খ্যাত এক সন্ততি গীতি-সংগ্রামে।
লেখনীতে পুরঃসর, প্রাঞ্জল, যোগী,
গবেষণা-রসদের স্বাদ উপভোগী।
সমাজের সৈনিক, সেবকের ছায়া,
পৃথিবীর পথে- রথে মহাজাল মায়া…
বিশ্বজালের যুগ, ফেসবুক, ধারা
আধুনিক উদ্বাহু, ভয়-ভূত তাড়া,
হলাহল, চলাচল, প্রশান্তি প্রিয়-
মহা-প্রিয় আব্বাসী যুগ যুগ জিও!
♦ মাত্রাবৃত্ত # salemsulri.ss@gmail.com
লেখক: কবি ও সম্পাদক, আমেরিকা প্রবাসী