শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি :
হুমায়ূন কবীর ঢালী
২০১৬ সালের এই দিনে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এ লেখক। সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে। হোমিও চিকিৎসক সৈয়দ সিদ্দিক হোসেন ও মা নুরজাহানের ৫ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়। রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত সৈয়দ শামসুল হক । তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটকসহ শিল্প-সাহিত্যের সকল অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন ।
তিনি বাঙালি মধ্যবিত্ত সমাজের আবেগ-অনুভূতি, বিকার সবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর সাহিত্যকর্মে । সৈয়দ শামসুল হক প্রথম প্রকাশিত গল্পের নাম ‘উদয়াস্ত’। প্রকাশিত হয় ১৯৫১ সালে ‘জগত্যা’ নামক পত্রিকায় । তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘একদা এক রাজ্যে’। প্রকাশিত হয় ১৯৬১ সালে। তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস ‘দেওয়ালের দেশ’ ১৯৫৬ সালে প্রকাশিত হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন । সৈয়দ শাামসুল হক যে চলচ্চিত্রের চিত্রনাট্য লেখার মাধ্যদিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার নাম ‘মাটির পাহাড়’। চলচ্চিত্রের ১৯৫৯ সালে। সৈয়দ শামসুল হকের প্রয়াণের পর জাতিসত্তার কবি ও বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক শোক জানিয়ে লিখেছিলেন, “সমকালীন বাংলা কবিতা ও বহুমাত্রিক সৃষ্টিশীলতার এক সর্বাগ্রগণ্য কারুকৃৎ কবিশ্রেষ্ঠ সৈয়দ শামসুল হক এখন খেকে চিরজীবিত।
মানবশরীর নিয়ে আশি বছরের অধিককাল মর্ত্যবাসী থেকে এখন তিনি মহাবিশ্বের মহাকালের আদিঅন্তহীনতায় সমর্পিত। তাঁর সৃষ্টি অবিনাশী, তাঁর সত্তা অবিনাশী, তাঁর আলোক চির-সক্রিয় থাকবে বাঙালির মনে ও মননে। তাঁর প্রতি উত্তরপ্রজন্মের সশ্রদ্ধ প্রণতি।”
প্রয়াণ দিবসে সবসাচী এই লেখকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।