সরিয়ে দিওনা দূরে
সরিয়ে দিওনা দূরে,
এভাবেই চাই যেতে দূরে বহু দূরে।
পথ যেন কভু না ফুরায়
শেষ হয়না চলা
অবিরাম চলতে থাকে
মিষ্টি কথা বলা।
মত্ত হয়ে শোনার কভু
হবেনা যে শেষ
কাছে তুমি আর আমি
দারুণ লাগছে বেশ ।
মগ্ন আমি তোমার প্রেমে
পাগল দিশেহারা
তুমি ছাড়া জীবন আমার
হবে ছন্নছাড়া।
নিশ্চিতে রাখতে চাই
তোমার কাঁধে কাঁধ
আপন হয়ে থাকবো দুজন
আসুক যতই বাঁধ।
তোমার মুখের মিষ্টি হাসি
আমার যত সুখ
যপে শুধু তোমার নাম
বুকের ধুক ধুক।
আমিও জানি তুমি আমায়
ভালোবাসো কত?
সাগরের টানে নদী
ছুটে যায় যত।
তুমি শুনতে পাও
আজও কি শুনতে পাও পাখির কূজন অথবা ভ্রমরের গুঞ্জন?
শুনতে কি পাও ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ
চুড়ির রিনিঝিনিতে হাসির উম্মাদনা অথবা
বিউগলের তারে বেজে ওঠা করুন সুর।
এমনও তো একদিন ছিল
যখন মিষ্টি বাতাস এসে তোমার কপাল ছুয়ে যেত
তোমার চুলগুলি উড়তো এলোমেলো এদিক থেকে ওদিক।
কি অদ্ভুত এক আকর্ষন, অসম্ভব এক ভালো লাগা
মত্ত হয়ে চেয়ে থাকা।
তুমি কি ভুলে গেছো সবকিছু?
ভুলে গেছো কি বকুল গাছটির কথা?
আজও দিব্বি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।
প্রতিদিন বকুলের মালা একটি করে এনে আমায় দিতে।
আজ তুমি আমার কাছে নেই,
তোমার দেওয়া মালার মত শুকিয়ে মলিন হয়েছে আমার হৃদয়।
একটি একটি করে খসে পড়েছে ফুল
ঠিক আমার জীবন থেকে হারিয়ে যাওয়া দিনের মত।
লুকানো কান্না
মনে মনে ভাবি যতবার ভুলে যাব
স্মৃতির কান্নারা ভিড় করে।
ঐ দূর আকাশের নীলিমায়
নীলাম্বরী শাড়ি, নীল টিপ,
বিসতৃর্ন শূন্যতা, হাহাকার
তবুও আমি ভালো আছি
দিব্বি ভালো।
যন্ত্রনার পোকা গুলো কুঁড়ে কুঁড়ে খায়
সমুদ্রের সীমারেখা আজ বিরাজমান।
পদ্ম দীঘির নীল পদ্ম প্রকৃতি সাজায়
বৃষ্টির জলে শুদ্ধ হয় ধরা,
মুগ্ধতা হয় বিলীন।
বুকের মাঝে ভাজ করা কষ্টগুলো চাড়া দিয়ে ওঠে।
চারিদিকের কোলাহল আনন্দের মাঝে
কোন কিছু দেখলে মনে পড়ে যায়
এমনও তো হতে পারতো।
ধূসর ক্যানভাসে ভেসে ওঠে কত কিছু
সেখান থেকে কিছু সুখ কুড়াই
রাতের আকাশ নিশ্চুপ, নিশ্ছিদ্রতার চাদরে ঢাকা।
একানত নিজের আমি।
বুকের দীর্ঘশ্বাস
চাপা কান্না
কেউ দেখে না।
আমি ভিজে যাই ফোঁটা ফোঁটা জলে
লুকানো সেই কান্না।
২ Comments
congratulations
শুভেচ্ছা ও শুভকামনা রইল