৩৪৮ বার পড়া হয়েছে
আজকের ভাবনা
হোসনে আরা জেমী
আমিত্বের অপমৃত্যু, স্বাধীনতার অপমৃত্যু
দেখতে কতটা লজ্জার
অপসংস্কৃতি বা পরাধীনতার বেড়াজাল ছিড়ে
আমিত্ব থেকে আমিকে টেনে হিচড়ে
মানুষ
নামের খাঁচার মুক্তি।
মানুষ হয়ে থাকার যুদ্ধটা কষ্টের
মানুষই মানুষের শত্রু ভীষণ
কে হারবে, কে জিতবে!
মানুষ নাকি মনুষত্ব!!
নাকি মানবতার।।
_____________________________
জেমী/বাংলাদেশ /১৮ আগষ্ট, ২০২১
১ Comment
মানুষ হয়ে থাকার যুদ্ধটা কষ্টের..।
দারুন সত্য তুলে এনেছেন কবি।