হে প্রভু! দাও ক্ষমা করি
সুরাইয়া নাসরিন
০৩|০৪|২০২৩ইং
আমার এ দেহ তৈরী মাটি আর জলে,
আমি ভুলিলাম তাহা দুনিয়ার মোহে।
মৃত্যু সুনিশ্চিত জেনেও,
করি যতসব বাহাদুরী।
তুমি দিলে বিশাল আকাশ,
মাথার ছাউনি করে;
আমি বোকা ,
থাকি ইট, বালি পাথরের দেয়ালের আড়ালে।
তুমি দিয়েছো অপার প্রকৃতি;
তাতে ভরপুর ফুল, ফল ,
দিলে অগাধ খাদ্য সামগ্রী।
আমি কি বুঝিয়া করি মজুদ,
তোমার দেয়া আহার;
রাখি অন্যেরে অনাহারী,
প্রভু তুমি দাও মাফ করি।
তোমায় ভুলে হলাম পাপাচারী,
আমি হয়েছি অত্যাচারী।
তুমি দয়ালু, ক্ষমাশীল প্রভু;
আমার যতসব অবুঝ পাগলামি,
ভুল-ভ্রান্তি ;
তুমি দাও মোর সব পাপ ক্ষমা করি।
আমি বার বার যায় ভুলি;
আমি কে? কেনো এলাম
এ ধরনীর পরে,
কি বা নিলাম সাথে করি?
পরকালের তরে।
এ দুনিয়ার সুনির্দিষ্ট কাজ সারি,
আমি কি করলাম নিজের উপকারে?
যা কিছু করবে মোরে পাড়
মরণের পরে।
শুধুই কি করিলাম জগত সংসারে,
দুনিয়াবী যত কাজ;
কি ই বা করিলাম পূণ্য আত্তি ,
পরকালে হইতে পারাপার।
প্রভু ,তুমি মোরে দাও ক্ষমা করি;
প্রায়শ্চিত্ত সুযোগ বিধানে,
ভরাও মোর পুণ্যের থলি;
হে প্রভু! তুমি দাও মোরে মাফ করি।